নোটিশ বোর্ড
- ২০২৪ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে (e-SIF পূরণের মাধ্যমে) রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি
- ২০২৪ সালে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (e-SIF পূরণের মাধ্যমে) বিজ্ঞপ্তি
- ২০২৪ সালের আলিম পরীক্ষার ফরমপূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি
- ২৮ এপ্রিল ২০২৪ তারিখ রোজ রবিবার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা রাখা এবং শ্রেণি কাযক্রম অব্যাহত রাখা সংক্রান্ত প্রজ্ঞাপন
- ২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীর আবশ্যিকভাবে অনলাইন জন্ম নিবন্ধন নম্বর এন্ট্রি এবং তথ্য সংশোধন প্রসংগে
প্রতিষ্ঠানের ইতিহাস
প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস ও বর্ণনা
মাদ্রাসা অবস্থানঃ কুমিল্লা জেলাধীন নাঙ্গলকোট উপজেলার ৮ কিলোমিটার পূর্ব দক্ষিণে ঐতিহ্যবাহী ঢালুয়া বাজারের উত্তর প্রান্তরে হাসান রেলওয়ে ষ্টশনের দক্ষিনে প্রায় নিকটবর্তী হাসানপুর ঢালুয়া বাজারের মধ্যেস্থ পাকা বাস্তার পর্ব পার্শ্বে ঢালুয়া রহমতিয়া আলিম মাদ্রাসা।
নাম করণঃ অত্র এলাকার বদরপুর গ্রামের স্বনামধন্য আলেমে দ্বীন মোঃ রহমত উল্লাহ সাহেব সর্বপ্রথম মাদ্রাসাটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তাঁর নাম অনুসারে এলাকার লোকজনের পরামর্শে মাদ্রাসাটির নাম করনে রহমতিয়া রাখা হয়।
প্রতিষ্ঠার সনঃ ১৯২২ইং সনে
স্বীকৃতি প্রাপ্তঃ০১/০৭/১৯৬৮ সনে দাখিল স্বীকৃতি প্রাপ্ত হয়। পরে ০১/০৭/১৯৬৯ সনে আলিম স্বীকৃতি পায়।
মাদ্রাসার বর্ণনাঃ ঢালুয়া বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। ঐতিহ্যবাহী বদরপুর গ্রামের স্বনামধন্য আলেমেদ্বীন মৌলভী রহমত উল্লাহ সাহেবের ছেলে আল্লামা এনায়েত উল্লাহ (বড় হুজুর) প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এ প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৎকালীন সময়ে একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে দ্বীনের কাজ আঞ্জাম দিয়েছেন। প্রতিষ্ঠানটির সূচনা লগ্নে থেকে দেশের অনেক গুনিজন ও খ্যাতনামা ব্যক্তি এখান থেকে এলমে দ্বীন অর্জন করেন তন্মেধ্যে অন্যতম মৌকরা দরবার শরীফের মরহুম পীর আল্লামা শাহসূফী অলি উল্লাহ (রহ:) পীর সাহেব। এজন্য কেহ কেহ বলেন অত্র প্রতিষ্ঠানটি একটি মকবুল প্রতিষ্ঠান। যুগের ক্রমধারায় প্রতিষ্ঠানটি খেকে অসংখ্য আলেম ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে খেদমতে রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। অত্র প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মচারী মোট সংখ্য ২৩ জন। এবং প্রতিষ্ঠানে মোট ৬টি ভবন রয়েছে। এর মধ্যে আধা-পাকা ৩টি, পাকা ৩টি । পাকা সড়কের সংলগ্নে দাড়ানো এই মাদরাসাটির ৩০শতাংশ জুড়ে একটি খোলা মাঠ রয়েছে। মাদরাসাটির পূর্ব পার্শ্বে একটি বিশাল দীঘি রয়েছে। প্রতিষ্ঠানটিতে সর্বপ্রথম সভাপতি ছিলেন বদরপুর নিবাসী মরহুম আবিদ আলি ভূঁইয়া । তারপর ছিলেন বদরপুর নিবাসী সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম ডাঃ নুরুল ইসলাম ভূঁইয়া সাহেব। এরপর ছিলেন বায়রা নিবাসী মরহুম আব্দুর রহিম ভুঁইয়া । এরপর সুদীর্ঘ ৩০ বছর সভাপতি ছিলেন বদরপুর ভূঁইয়া বাড়ী নিবাসী মরহুম মোমিনুল ইসলাম ভুঁইয়া। প্রতিষ্ঠানটির বর্তমান প্রিন্সিপাল হলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী রহমতু্ল্লাহ(রহ.) এর নাতি ও সাবেক প্রিন্সিপাল আল্লামা এনায়েতুল্লাহ (রহ.) এর সুযোগ্য মেজ ছেলে হাফেজ মাওলানা আবুল খায়ের মোঃ বরকত উল্লাহ সাহেব। যিনি আসার পর প্রতিষ্ঠানটির অবকাঠামো পরিবর্তন এবং শিক্ষার মান অনেকাংশেই প্রশংসনীয়। বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতি হলেন নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আবু ইউসুফ ভূঁইয়া সাহেব। এবং পূণাঙ্গ একটি গর্ভনিং বডি বা কমিটি রয়েছে। যাদের অকৃত্তিম ভালোবাসা ও সু-পরামর্শে এবং সচেতন জনগনের সহমর্মিতায় এই মাদরাসাটি একটি পূর্ণাঙ্গ আদর্শিক প্রতিষ্ঠান হিসেবে পথ চলা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
অধ্যক্ষের বাণী
শুভেচ্ছাবাণী
পরম করুণাময় আল্লাহর প্রতি অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং ইলমে দ্বীন হাসিল করার সুযোগ দিয়েছেন। লাখোকোটি দরুদ্ব ও সালাম জানাই বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:) এর প্রতি ।
শতাব্দির কাছাকাছি সময় পার হয়ে গেল অত্র প্রতিষ্ঠান( ঢালুয়া রহমতিয়া আলিম মাদ্রাসা) থেকে ইলমে দ্বীন অর্জন করে অসংখ্য লোকজনে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। এ প্রতিষ্ঠানে অনেক গুনিজন ও আউলিয়ায়ে কেরামদের পদচারনা হয়েছে। এর বরকতে আল্লাহ তা’য়ালা যেন এই মাদ্রাসাটিকে কেয়ামত পর্যন্ত কবুল করেন। ইনশআল্লাহ সরকার কিংবা জনসাদারণের ঐকান্তিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি আরো একধাপ এগিয়ে যাবে।
সভাপতির বাণী
#